Sunday, August 27, 2006

নামহীন (২৭.০৮.০৬)

বাঁচতে হলে এসিড খেতে হয়।
দিনযাপনের নিয়ম মেনে চলি,
দিন পেরোলে রাতের ছায়া ধরে
শ্রান্ত আমি গলায় ঢালি বিষ।
বাঁচতে বাঁচতে মরতে তখন হয়,
বাঁচতে হলে এসিড খেতে হয়।

পোড়া মুখ আর কন্ঠনালী বেয়ে
তীব্র জ্বালা হৃদয় ঘিরে থাকে,
চোখের কোনে রক্ত জমাট বাঁধা,
নিঃশ্বাসে বিষ রক্ত আমার নীল।
কষ্ট নিয়ে বাঁচতে করে ভয়,
বাঁচতে হলে এসিড খেতে হয়।

মরা বাঁচায় তফাৎ কতটুকু?
জীবন্ত লাশ জীবন বয়ে চলে,
স্রোতস্বিনী স্বপ্ন চুঁইয়ে বুকে
কষ্টমেঘের বৃষ্টি ঝড়ে পড়ে।
কষ্ট আমার শিরায় শিরায় বয়,
বাঁচতে হলে এসিড খেতে হয়।

চিন্তারাশী তোমায় ঘিরে থাকে
মরার আগে শান্ত ছোঁয়ার আশায়,
বয়স বাড়ে ঘড়ির কাঁটা ধরে,
পাল্লা দিয়ে কষ্ট বাড়ে বুকে।
জীবন এটাই, মরন এটা নয়,
বাঁচতে হলে এসিড খেতে হয়।

তোমার দেওয়া এসিড খেয়ে আমি
ঝঞ্ঝা আনি বুকের সমুদ্দুরে,
রক্তে আমার তীব্র আগুনরাশী,
হল্‌কা তাপে পোড়ায় হৃদয়খানি।
বাঁচতে বাঁচতে মরতে তখন হয়,
বাঁচতে হলে এসিড খেতে হয়।

Tuesday, August 15, 2006

নামহীন (১৫.০৮.০৬)

রাত পোহালে বৃষ্টি নামাই আমি,
বৃষ্টি নামাই তোমার চোখে সখী,
রামধনু রঙ দেখতে ভীষন ভাল,
রাত পোহালে বৃষ্টি নামাই চোখে।

তোমার চোখে মেঘের ঘনঘটা,
তোমার চোখে সূর্য-মেঘের উঁকি,
তোমার লাল দৃষ্টি ভীষন ভাল,
ভীষন ভাল একফালি চাঁদ বাঁকা।

তোমার চোখে আমার চোখ রেখে,
তোমার চোখের দৃষ্টি বেয়ে আমি,
যাই ভেসে যাই সাত-সাগরের পাড়ে,
মুক্তো খুঁজি অতল সাগর তলে।

তোমার চোখের আলোয় আমি রাঙ্গি,
দেখি যে তার রঙিন কালো ভাষা,
তোমার চোখের জলেই আমার মরন,
তোমার চোখের জলেই আমার বাঁচা।

রাত পোহালে বৃষ্টি নামাই আমি,
বৃষ্টি নামাই তোমার চোখে সখী!