Friday, March 07, 2008

নামহীন (০৭.০৩.০৮)

কিছু গোলাপী নরম রেশম, ভাবোনি কখোনো
গলায় ফাঁস হয়ে শ্বাসরোধ করবে।
ভাবোনি এতদিন দেখা সবুজ স্বপ্ন
ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে তাড়া করবে দিন-রাত্রি।

নির্মেঘ তারাভরা আকাশ ভাবোনি কখোনো
তরিৎপ্রবাহে পুড়িয়ে দেবে তোমার শরীর।
সাজানো বাগানের ফুলের কাঁটা যিশুর মতো
ক্রুশবিদ্ধ করবে তোমায়, ভাবোনি কখোনো।

হে পার্থ, দেখোনি কিছুই,
তোমার সামনে ঘটে যাওয়া তাৎক্ষনিক অভিনয়
ভেবে এসেছ জীবনের সুন্দরতম উপভোগ্য মুহুর্ত।
সিঞ্চিত করেছ নিজের হৃদয়
নির্মোঘ কিছু প্রলোভনে।

হে পার্থ, শোনোনি কিছুই,
তোমার কানে ফিস্‌-ফিস্‌ করে বলে যাওয়া বাতাসকে
ফিরিয়ে দিয়েছ বারবার নিদারুন অবজ্ঞায়।
কথার বেড়াজালে বন্দি হয়ে বানিয়েছ
বালির প্রাসাদ, মূর্খের মতো।

হে পার্থ, বোঝোনি কিছুই,
অন্ধবিশ্বাসে পথ চলেছ বুদ্ধিমত্তাকে পাশে সরিয়ে
হৃদয় আর মস্তিস্কের সংযোগ ছিন্ন করে।
তার প্রতিটা কথা ধ্রুব সত্য বলে মেনে এসেছ,
সত্যের আদলে মিথ্যা সংগ্রহ করে গেছ শুধু।

হে পার্থ, শেখনি কিছুই,
প্রেম আর যুদ্ধে সবই ন্যায়সঙ্গত!
যুদ্ধ আর প্রেমে তফাৎ নেই কিছুই,
যুদ্ধক্ষেত্রে দুইপক্ষের মধ্যে আড়াল থাকেনা কিছু
শুধু প্রেম থাকে ভালোবাসার মোড়কে!

3 Comments:

At 2:29 am, Blogger Swakkhar Shatabda said...

বেশ

 
At 9:09 am, Anonymous Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the TV Digital, I hope you enjoy. The address is http://tv-digital-brasil.blogspot.com. A hug.

 
At 2:08 am, Blogger kris said...

I swear, I promise, I tried fully to understood your posts,but i cant read the language in which its posted.
:)

 

Post a Comment

<< Home