Thursday, July 05, 2007

নামহীন (০৩.০৭.০৭)

তোমার কোলে মাথা রেখে শুয়েছি
ক্লান্ত মন, শ্রান্ত শরীর,
সমস্ত অবসাদ মুছে গেছে লহমায়
চোখে আমার তখন ভোরের গন্ধ!

তোমার ঠোঁটে ঠোঁট রেখেছি,
শুষে নিয়েছ আমার সমস্ত তিক্ততা
অনাবিল মাধুর্যে ভরে গেছে মন
আমি তখন মধুর কন ফুল গাছের ডালে!

মুখ ঢেকেছি তোমার বুকে,
তোমার স্তনের সমস্ত কোমলতা
মাখিয়ে নিয়েছি আমার ঠোঁটে-জিভে,
আকাশ ভাঙা বৃষ্টি আজ
মুছে দিয়েছে আমার মনের যাবতীয় রুক্ষতা।

যখন আমার শরীর বয়ে গেছে
তোমার ঊরু-জঙ্ঘা-যোনি বেয়ে
আঁকড়ে ধরেছি তোমায়,
প্রবেশ করেছি গভীর থেকে গভীরে।
তোমার শরীর তখন যৌনতা ছাড়া
এক বিশাল অমৃত বৃক্ষ
আমার সর্পিল দেহের যাবতীয় বিষ শুষে নিতে

0 Comments:

Post a Comment

<< Home