Sunday, December 23, 2007

নামহীন (২২.১২.০৭)

জীবন বয়ে চলে আলো-ছায়া পথ ধরে,
প্রতিটা সম্পর্ক সৃষ্টি করে নতুন সম্পর্কের,
কখন যেন চোখের জল মিশে যায়
স্নিগ্ধ মধুর হাসিতে,
চোখের তারা ঠিকরে বেরোয় আলো!

সময় বয়ে যায় ছন্দবদ্ধ মঞ্চস্থিত নাচের মতো,
হাতে-হাত প্রতিটা পদক্ষেপ মিলিয়ে দুলিয়ে যায় মন,
ঘন আঁধার কালো মেঘ সরে যায় দমকা হাওয়ায়
রোদ ঝলমল চারিদিক উজ্জ্বল-চঞ্চল।

প্রতিটা সম্পর্ক দিয়ে যায় কতকিছু
জীবনকে চেনায় প্রতি মুহুর্তে নতুন করে,
বুকের গভীরের রঙ ছুঁয়ে যায় মনের আঙিনা
রাঙিয়ে দেয় প্রতিটা পল, ঠিক একটা রামধনুর মতো।

সুখ-দুঃখ-বেদনা প্রতি মুহুর্তে ঘিরে থাকে নানা সম্পর্ক
সাদা-হলুদ-গোলাপী অথবা লাল!
বাড়িয়ে দেয় হাত, জড়িয়ে ধরে আঁকড়ে,
মাথায়-পিঠে বুলিয়ে দেওয়া হাত
শক্তি ছড়িয়ে দেয় অসীম ভরসায়।

কখনও বা প্রবল ঝঞ্ঝার মধ্য দিয়ে যায়
অভিমান-ক্ষোভ-ক্রোধ ভাসিয়ে নিয়ে যায়,
দোদুল্যমানতায় প্রানপনে আঁকড়ে থেকে
অবশেষে ঝড় শেষে হালকা বৃষ্টি ভিজিয়ে দিয়ে যায় মন।

প্রচন্ড ভালো লাগে জীবন
প্রচন্ড একাত্ত্ব হয় সম্পর্কের লোকগুলি,
ঝড় অনেক দামী, ঝড় শেষে রোদ হয় আরো মিঠে,
প্রতিটা ঝড় শেষ হলে ভরসা জাগে মনে
মনে হয়, আমাদের জীবন ও সম্পর্ক
অতিক্রান্ত করতে পারে যে কোন ঝঞ্ঝা অসম সাহসে
রুখতে পারে ভাঙন যেকোন প্রলয়ের মুখে,
জীবন মানেই যে সৃষ্টি, কিছু সম্পর্ক বুনে বুনে!