Thursday, July 05, 2007

নামহীন (২৬.০৬.০৭)

নেশাতুর আমি আবেশে নিমজ্জমান,
মৌতাত ভেঙে চেয়ে দেখি
স্নায়ুতন্ত্র জুড়ে প্রবাহমান কোমল স্পর্ষের ছবি।
স্পর্ষেন্দ্রিয় যার অপেক্ষায় বসে
সে এখন উথাল-পাথাল বিছানা সমুদ্রে ভেসে বেড়াচ্ছে!

নিভৃতে পাখিদের কল-কাকলি
ক্লান্ত করে তোলে আমায়
কানে বাজে অন্য কোন সুর বিক্ষিপ্ত লয়ে।
কান এখন যার অপেক্ষায়
সে এখন সতেজ-সবাক, আলাপচারিতায় রত নিজের সাথে।

ঘ্রাণ নাকে আসে সুগন্ধি ফুলের
ধীরে ধীরে হই সম্মোহিত
মন উড়ে যায় গন্ধ ভেবে অন্য কোন পাঁপড়িতে।
ঠোঁট যার অপেক্ষায় বসে
সেই ঠোঁট এখন স্থির-নিথর-নিদ্রামগ্ন যাবতীয় যৌনতা ঝেড়ে।

তবুও বিলম্বিত লয়ে রাত আসে ধীরে
হালকা তুলোর মতো মন
ভেসে যায় তার দিকে প্রবল গতিতে।
স্বপ্নে কোন অপেক্ষা থাকে না,
আমার হাত ছোঁয় তার হাত-মুখ
শরীরের প্রতিটা অঙ্গ।
স্বপ্নে কোনও দূরত্ব থাকে না,
তাই সে আমি মিলেমিশে একাকার
জন্ম দিতে নতুন স্বপ্নের!

0 Comments:

Post a Comment

<< Home