Sunday, July 27, 2008

নামহীন (২৭.০৭.০৮)

নির্মেঘ দুপুরে উড়ে যাওয়া তৃষ্ণার্ত পাখিদের ডানা
খুঁজে ফেরে জল আকাশের বুকে,
শহরের বুক চিরে যাওয়া নল ফুঁড়ে বেড়োনো জল কি
তৃষ্ণা নিবারনে বৃষ্টির সমকক্ষ হতে পারে?

রাতের রাজপথ ছেয়ে থাকে মায়াবী আলোতে
আলোকিত ক্ষুধার্ত যানবাহন ছুটে যায়
চারিদিক আলোকিত করে,
তবু কি তারা সমকক্ষ হতে পারে দিনের আলোর?

মন যখন খোঁজে তোমায়,
চারপাশের মানুষের ভীড় আর হাসি
ছুঁতে পারে না আমায় কোনোভাবেই,
কোনোকিছুই সমকক্ষ নয় তোমার ছোঁয়ার!

কত বিবর্ণ মুহুর্ত কাটিয়েছি আমরা,
কত-শত রাগ অভিমান, সরিয়ে নিয়েছি নিজেকে,
তবু তোমার সাথে কাটানো মুহুর্তগুলো
অন্য সব কিছুর থেকে ভীষন ভাবে আলাদা!

ফুল যতই ম্রিয়মান হোক
তবু সে কাগুজে ফুলের থেকে অনেক আলাদা
স্পর্ষতঃ এবং সুগন্ধে!
তুল্যমূল্য বিচারের কোন জায়গা নেই সেখানে।

তবু কোন এক ছলনায় নিজেকে ভুলিয়ে রাখি
অসমকক্ষ সবকিছুর মাঝে বেঁধে রাখি নিজেকে,
ঠকাই নিজেকে প্রতিনিয়ত, আর কখনো
উড়ে যাই আকাশে অসম্ভাব্য বৃষ্টির খোঁজে!