নামহীন (১৫.০৮.০৬)
রাত পোহালে বৃষ্টি নামাই আমি,
বৃষ্টি নামাই তোমার চোখে সখী,
রামধনু রঙ দেখতে ভীষন ভাল,
রাত পোহালে বৃষ্টি নামাই চোখে।
তোমার চোখে মেঘের ঘনঘটা,
তোমার চোখে সূর্য-মেঘের উঁকি,
তোমার লাল দৃষ্টি ভীষন ভাল,
ভীষন ভাল একফালি চাঁদ বাঁকা।
তোমার চোখে আমার চোখ রেখে,
তোমার চোখের দৃষ্টি বেয়ে আমি,
যাই ভেসে যাই সাত-সাগরের পাড়ে,
মুক্তো খুঁজি অতল সাগর তলে।
তোমার চোখের আলোয় আমি রাঙ্গি,
দেখি যে তার রঙিন কালো ভাষা,
তোমার চোখের জলেই আমার মরন,
তোমার চোখের জলেই আমার বাঁচা।
রাত পোহালে বৃষ্টি নামাই আমি,
বৃষ্টি নামাই তোমার চোখে সখী!
0 Comments:
Post a Comment
<< Home