Wednesday, March 05, 2008

নামহীন (০৫.০৩.০৮)

আস্তাকুঁড়ে বেঁচে থাকে সাদা-কালো পৃথিবী
খুঁটিয়ে খাওয়া মেয়েটার অভুক্ত পেটে,
দোকানের পাশে ফেলে যাওয়া স্যুট-টাই পরিহিত
লোকটির উচ্ছিষ্ট দিয়ে তার ক্ষুধা নিবারনে।

মেয়েটির শতছিন্ন নোংরা ফ্রক
চেটেপুটে নিতে চায় প্রতিটা খাদ্যকনা,
প্রখর সূর্যালোকেও দিনকে বড় ম্লান দেখায়
ঘূর্ণায়মান পৃথিবী সরে যায় কক্ষপথ থেকে
দূরে আরো দূরে!

আকাশের সমস্ত নীল ফিকে হয়ে যায়
বুভূক্ষু পেট গ্রাস করে সবকিছু একে-একে,
আমাদের ক্ষুধার্ত মন ছড়িয়ে দেয় ক্ষিদে
লক্ষ-লক্ষ পেটে, ক্রমাগত, দ্রুত।

নির্ভেজাল উল্লাসে ছড়িয়ে পড়া রঙিন তরল
অথবা প্লেটে পড়ে থাকা রাশি-রাশি খাদ্য
শুষে নেয় সব রঙ সবকিছু থেকে,
উজ্জ্বল রঙিন আলো ছুঁতে পারে না
সেই মেয়েটির মলিন মুখটাকে।

আমরা দেখি সাদা-কালো পৃথিবীটাকে
রঙিন কাঁচ দিয়ে, ভান করি রঙিন থাকার,
আর আচ্ছাদহীন ফুটপাথে ঘুমিয়ে থাকা মেয়েটির
নোংরা গালের অস্রুরেখায় চাঁদ ঢেলে দেয় রঙ,
ঘুমের দেশে মেয়েটি বোনে রামধনু
স্বপ্ন দেখে রঙিন থাকার, সবাইকে রঙিন রাখার!

0 Comments:

Post a Comment

<< Home