Saturday, January 26, 2008

নামহীন (০৯.০১.০৮)

আটকে থাকি আমি অগোছালো সম্পর্কের জটে,
অস্পষ্ট ভালবাসা আর প্রতিটা ব্যর্থ প্রচেষ্টা
সজোরে নাড়িয়ে দিয়ে যায় আমায় আমূল
অসহ্য তীব্র কোন শব্দ আমার কানের মধ্যে অনুরনিত।
দু-হাতে চেপে ধরি কান, রক্তাভ চোখ মেলে চাই,
পৃথিবীর প্রতিটা রঙ আজ অচেনা লাগে
অচেনা লাগে নিজেকে আর প্রতিটা স্মৃতিকে!

একাকিত্ত্ব বড় কঠিন,
কখনও একাকিত্ত্ব হারিয়ে দেয় নিজেকে
ঘিরে ধরা অসংখ্য স্মৃতির ভিড়ে।
বৃথা চেষ্টা করি পালাবার, অগনিত স্মৃতি
অথবা জনবহুল রাজপথ ঘিরে থাকে সারাক্ষন।
এক পা-এক পা পিছোই নিরন্তর
অবশেষে দাঁড়াই এসে কোন এক গভীর খাদের ধারে,
ইচ্ছা হয় তলিয়ে যেতে শান্ত ভাবে।

দ্বিধা বিভক্ত মন খুঁজে ফেরে কোন অবাস্তব সমাধান,
জীবন সজীব-সরল অথবা কল্পনাতীত রুক্ষ-শুস্ক।
স্বপ্ন হাওয়ায় জন্ম নেওয়া প্রতিটা আশা
হল্‌কা হাওয়ায় শুকনো পাতার মতো উড়ে যায়।
রাস্তায় চলা প্রতিটা দ্রুতগামী গাড়ির
তীব্র আলোর সামনে দাঁড়িয়ে পড়তে মন চায়,
পরিশেষে নিকষ অন্ধকার!

তবুও ইচ্ছা ইচ্ছাই থেকে যায়, জীবন চলে নিজের মতো
প্রতিটা সময় চলে নিজের মতো ঘড়ির হাত ধরে,
তবুও হাসি নিয়মিত, কথা বলি-গান গাই সময় মতো!
তবুও পার করি প্রতিটা মুহুর্ত সকলের সঙ্গে মুখোশ এঁটে
আর চিন্তা রাশি ভিড় করে মনে, ব্যথা ছড়ায় মাথা ঘাড়ে,
বয়ে চলি জীবন, মৃত্যুর চেয়েও বড় শাস্তি নিয়ে!

0 Comments:

Post a Comment

<< Home