Thursday, July 05, 2007

নামহীন (২১.০৬.০৭)

এক পশলা বৃষ্টি হয়ে গেলে
আধভেজা মৃদু বাতাসে
তোমার শরীরের ঘ্রান পাই।
গাছের পাতা চুঁইয়ে পড়া প্রতিটা জলবিন্দু
আমার উষ্ণ গালে শিতলরেখা এঁকে যায়
তোমার কোমল স্পর্ষ হয়ে।

দূর পাহাড়ে হঠাৎ জেগে ওঠা রামধনু
রঙ ছিটিয়ে যায় আমার রক্তিম মুখে
তাকিয়ে থাকি এক দৃষ্টে।
ভেসে ওঠে রঙের প্রলেপ তোমার আঁখ পল্লবে,
তোমার মনি আসলে ভ্রমে রামধনু।

সমস্ত জড়তা কাটিয়ে পা বাড়াই
রৌদ্র চলে পা মিলিয়ে,
মুহুর্তকালে নামে বৃষ্টি, এক ফোঁটা-দু ফোঁটা,
রোদ-বৃষ্টি থাকে একসাথে, ঠিক তোমার মতো
কখনও হাসি-দুঃখ মিশিয়ে আমায় ভেজায় যেমন।

দূরে ফোটা ওই ফুল্টা কি তোমার মতো?
হাত বাড়াই, পাঁপড়ি ছুই,
চারদিকে আমার তখন ধোঁয়াটে বৃষ্টি।
ছোঁয়া লাগে তোমার হাতের মতোই,
আমার সব পাপ ধুয়ে দেওয়া পেলব-মসৃন নিস্পাপ ছোঁয়া।

রাতে তোমাইয় নিয়ে ভাবি, কল্পনায় তুমি,
অবাক হই – রাগও ওঠে নিজের ওপর,
বৃষ্টি-রামধনু ফুলে কখন যেন বাস্তব হয়ে গেছ কল্পনা থেকে!
বুঝতেও পারিনি, সারাদিন তুমি ছিলে আমায় ঘিরে,
তবু আশা রাখি, কাল হয়ত বুঝব, ঠিক বুঝব।

0 Comments:

Post a Comment

<< Home