Thursday, July 05, 2007

নামহীন (১৮.০৬.০৭)

তোমার চোখের ঢেউয়ে আমি ভাসি
বৃষ্টি শেষের শীতল বাতাস নিয়ে,
পায়ের পাতা ভিজিয়ে নিয়ে ঘাসে
বারে বারে তোমার কাছে আসি।

তোমার হাসি রামধনু দেয় মেলে
সাতরাঙা রঙ রাঙায় আমার এ মন,
সবার বুকে রঙ ছড়াতে পারি
রঙিন ভাবে তোমায় কাছে পেলে।

তোমার কথা সুর তুলে যায় বুকে
হাওয়ায় ভাসি মেলে দিয়ে পাখা,
হাজার কথা হৃদয় বেয়ে আমার
সুর মিলিয়ে গান হয়ে যায় মুখে।

গভীর ঘুমে তুমি আমার পাশে
তন্দ্রাহীনায় তোমার স্বপন চোখে,
অষ্টপ্রহর মেঘ জড়িয়ে আমি
তোমায় নিয়ে ভাসি নীল আকাশে।

মন শুধু চায় তোমায় কাছে পেতে
ঘুরে বেড়ায় তোমার চারিপাশে,
প্রানহীন এই নিথর শরীর চায়
একটু ছোঁয়ায় নতুন জীবন পেতে।

1 Comments:

At 6:11 pm, Blogger মাল্যবান said...

এই কবিতাটা আমার ভালো লেগেছে। অন্যান্য গুলিও খারাপ লাগেনি।
মাল্যবান
http://malyaban.blogspot.com

 

Post a Comment

<< Home