নামহীন (৩১.০৩.০৭)
নিঃশব্দে পেড়িয়ে এসেছি কতটা বছর,
মনের আঙিনায় তোমার ছায়া দেখি যখন
সন্ধ্যা বুঝি তখন।
গোধুলির আবছায়াতে আর একটু স্পষ্ট হলেও তো পারতে!
কত বাঁক পেড়িয়ে এসেছি পথে,
নিঃসঙ্গ বন পথে হেঁটে যেতে যেতে
আলগোছে ছুঁয়ে গেছি জংলিলতার পাতা।
কখনো বা আনমনে হাত বুলিয়েছি ফুলে,
হয়তো তোমার স্পর্ষই চেয়েছিলাম অবচেতনে।
একঝাঁক সময়কে পিছনে ফেলে এসেছি,
ফাঁকে ফাঁকে মিশে আছে উন্নততর জীবনের ছন্দ
প্রবল ব্যস্ততা মাখা সময় একটুকরো চকলেটের মতো।
যান্ত্রিক নগরজীবন পরোয়া করেনি কিছুই,
তবু তুমি কখনও উঁকি দিয়ে যাওনি, একথা বলতে পারিনা।
নিঃসঙ্গ যাত্রাপথে দ্রুতগামী রানওয়ে চলে যেতে যেতে
এরোপ্লেনের পুরু কাঁচে তোমার প্রতিচ্ছবি হয়তো ফুটিয়ে গেছিল,
অথবা যাত্রা শেষে টার্মিনালে হঠাৎ কোন নারীমুখে
তোমায় ভ্রম খুব অস্বাভাবিক কি?
সেদিন চেয়েছিলাম তোমায় মুছে ফেলতে,
ধুয়ে ফেলতে সব রঙ বৃষ্টির শেষ ফোঁটা দিয়ে।
তবু হয়তো কিছু রঙ থাকে যেগুলো মোছা যায় না
নাহলে আজও তোমার অবয়ব আমার চোখের নিচে থাকত না,
হোক না তা যতই অস্পষ্ট!
হয়তো কিছু রঙ থাকে নিঃসঙ্গ, একাকী,
ঠিক আমার যন্ত্রনার মতো, রাঙিয়ে দিয়ে যায় নিরালায়।
কিছু রঙ থাকে আমার, আর কিছুটা তোমার!
0 Comments:
Post a Comment
<< Home