নামহীন (২০.০২.০৭)
রঙিন সুদৃশ্য কাগজের সংখ্যাগুলো হয়তো সত্যিই মূল্যবান,
দাঁড়ি-পাল্লায় তোমার আর সংখ্যার
ভর নিরুপনে গোলমাল করে ফেলি।
রাশি রাশি ভালোবাসার স্তুপ থেকে খুঁজে পেতে কষ্ট হয়
সবচেয়ে দামী সুরভিত ভালোবাসাকে!
লাল-নীল মোড়ক ঠাসা ভালোবাসা স্তুপের মধ্যে দাঁড়িয়ে থাকি
দ্বিধাগ্রস্ত আমি!
ঝাপসা চোখের অসহায় দৃষ্টিবিভ্রম শেষে
দ্বারস্থ হই কোন শিততাপ নিয়ন্ত্রিত পসরার,
সুগন্ধিত লাল গোলাপ আঁকা বহু মূল্য কার্ড
স্পষ্ট নির্দেশ করে আমাদের গভীর ভালোবাসাকে!
সারাদিন চিন্তনে-মননে সংখ্যার আবর্ত মাঝে
যখন তোমায় ছুঁই রাতে,
বাড়িয়ে দিই হিরকখচিত কোন অলঙ্কার।
মুহুর্তে শরীর পায় আমাদের অশরীরি ভালোবাসা,
প্রবল দ্যুতিতে জাহির করে তার তীব্রতা।
এই ভাবে কেটে যায় এক একটা যুগ,
কাটিয়ে দিই আমরা গোটা জীবন।
দ্রুত গতিতে বিবর্তিত ভালোবাসা আজ ইন্দ্রিয়গ্রাহ্য।
বৈদ্যুতিন সমস্ত উজ্জ্বলতা নিয়ে আমরা প্রেমের গাঙে পাল তুলি,
কারন, শত-কোটি আলোকবর্ষ দূরে থাকা তোমার আমার মধ্যে
এই বহুজাতিক ভালোবাসাই একমাত্র মাধ্যাকর্ষন!
1 Comments:
আপনার ব্লগটিকে বাংলা ইউনিকোড ব্লগে লিংক করার চেষ্টা করেছিলাম, কিন্তু আর এস এস ফিড খুঁজে পাচ্ছে না।
দুঃখিত। পরে আবার চেষ্টা করবো।
Post a Comment
<< Home