নামহীন (১৩.০৯.০৬)
এক টুকরো বরফ বুকের ওপর,
এক ফোঁটা নীল রক্ত ঝড়ে পড়ে,
হৃদয় ঘিরে জমাট শীতলতা,
শীতল শরীর হাওয়ায় ভেসে চলে।
স্খলিত হাত ছুঁয়ে যাওয়া হাওয়া,
নিথর চোখের স্বপ্ন ধুয়ে ফেলে,
বন্ধ মনের অন্ধ চিলেকোঠা
বিষাদঘন আলোয় উড়ে চলে।
উড়ে চলে লক্ষ জোনাকিরা,
উড়ে চলে মন্দ মৃদু আশা,
বিবর্ণ সব স্বপ্ন ডানায় চড়ে
ওড়ে আমার আগুন ভেজা হাসা।
উড়ি আমি কখনও বা ভাসি,
ডুবি আমি গভীর অথৈ জলে,
ফুসফুসে জল, বদ্ধ শ্বাসের মাঝে
আমার চোখে তোমার চোখ ভাসে।
তোমার দেওয়া স্বপ্ন নিয়ে আমি,
উড়েছিলাম মেঘের পাশে পাশে,
ছিন্ন ডানা, বুলেট এখন বুকে
চোখে তবু তোমার ছবি ভাসে।
আসব আবার তোমার কাছে আমি,
বৃষ্টি হয়ে পড়ব আমি ঝড়ে,
শীতলতায় মুছবো তোমার জ্বালা
শীতল আমি থাকব তোমার পাশে।
0 Comments:
Post a Comment
<< Home